কোনো কোনো মানুষের কাঁধ অনেকটাই চওড়া--
সচরাচর এত বিনীত
অথচ ভেতরে ভেতরে প্রতিজ্ঞায় দৃঢ়
খুব একটা চোখে পড়ে না বলেই
হয়তো অনেকের অনেকরকম ভুল হয়,
হয়তো ভার বহন করার স্বভাবধর্মই তাকে কারো কারো চোখে কিছুটা খাটো করে দেখায়।
যেন ছোটখাটো সাধারণ চেহারার মানুষটিকে
বেছে নেওয়াটাই ভুল ছিল।
অথচ 'তোমার ওপর অনেক দায়িত্ব', এরকম কথাও কেউ না কেউ কোনো এক সময় বলেছিল। মানুষটিও ধরে নিয়ে এগিয়েছিল সেরকমই।
কিন্তু ভার আচমকাই অনেকটা হালকা হয়ে গেলে
সে যেন তার পুরোনো দিনগুলো আবার ফিরে পায়--
হারিয়ে ফেলা সেই সব দিনগুলো,
যখন শুধু নিজের জন্যই স্বপ্ন দেখে বিভোর হয়ে থাকা যেত।
একটি চাপমুক্ত কাঁধ, যদিও আজও যথেষ্ট বলিষ্ঠ,
আবার নতুন করে মুক্তির আনন্দে বিভোর হয়ে ওঠে।
মানুষটি এরকমই একজন,
যে হারিয়ে ফেলে জিতে নেয় পুনরায় সবকিছু,
তাকে আর যাই হোক,
স্বার্থপর কখনোই বলা যায় না।