তবুও তো আমার এই শহরটা আছে কলকাতা
দিন শেষ হলে রাতের বুকে আমাকে আশ্রয় দেয়
সেখানে অন্ধকার ।
দূরের আলো --
সভ্যতার নপুংসকতা ,
শহর জীবনের যান্ত্রিক জটিলতায়
চল্লিশোর্দ্ধ পুরুষ
এখানে অনেক ভুগেছে ইরেক্টাইল ডিসফাংশানে--
সে তুলনায় অন্ধকারে ঢেউয়ের শব্দে
অনেক সহজে অজস্র মিথ্যেকে নিমেষে ছুড়ে ফেলে দিতে পারি
আমি আজ নদীবক্ষে ।
তুলনায় অনেক সহজ মনে হয় । ক্লাইম্যাক্স শুধু হয় এসপার নয়তো ওসপার বোঝে ।
হঠাৎই যাত্রিবাহী স্টিমার আলো-আঁধারি আর ভাবালুতার ঘোরের মধ্যে আমাকে আবিষ্কার করে নেয় ,
বলে ওঠে --
হারিয়ে যেও না , কলকাতারও তোমাকে ভীষণ দরকার আছে ।
সম্বিত ফিরলে
দুরন্ত স্টিমারের রেলিঙ থেকে অনেকটা বাইরে ঝুঁকে তুলে নিই এই দুটো কি তিনটে আলো ঝিকমিক ফোটো --
অন্ধকার ভেদ করে শহর কলকাতার ।
মাঝনদী তখন ঢেউয়ে ফুঁসছে । এই বর্ষাঋতুতে ।