আজ দিনটা ছিল মেঘলা
বৃষ্টিভেজা শহরটা
তুমি মেয়েটা বড্ড বেহায়া
দিলে ছুড়ে ফেলে ছাতাটা।

ভিজলাম তুমি আর আমি মিলে দুজনে
শহরটা দাঁড়ালো এসে ছাতার নিচে।