জম জমাট শহর,
তার মাঝখানে একটা ঘর,
সেখানে বসে বাজাই আমাই আমার গিটার।

রোজ ঘুম থেকে উঠে,
সময়ের পেছনে ছুটি,
পাছে ট্রেন ফস্কে যায় আমার।

খালি পেট, পিঠে ব্যাগ,
চোখে ঘুম শরীরে ল্যাধ,
তবু গেয়ে যাই একা থাকার গান।

আমি তুমি নিয়ে কেন গান লিখি আমি?
তুমি বলে কেউ নেই জীবনে খালি আমি।
তাই তো!
এদিকে ঘুরে বেড়াই ওই দিকের খোঁজে,
এপাড়ে তে সুখ নেই ওপাড়এতে আছে।
সত্যি তো!

ঘরে ফিরে কি খাব?
বাইরে থেকে নিয়ে যাব,
মনে হয় ফ্রিজে পড়ে আছে বাসি ভাত।

টিভি দেখে কাটাই সময়,
মাঝে সাঁঝে ছবি আঁকা হয়,
অথবা বইএর পাতার ভেতর কাটে রাত।

আমি তুমি নিয়ে কেন গান লিখি আমি?
তুমি বলে কেউ নেই জীবনে খালি আমি।
তাই তো!
এদিকে ঘুরে বেড়াই ওই দিকের খোঁজে,
এপাড়ে তে সুখ নেই ওপাড়এতে আছে।
সত্যি তো!