শিকার যখন মাছের চোখ,
বলুক যা হোক বেবাক লোক-
'রণকৌশল, চাতুর্য বল',
রাজভক্তি সত্যি হোক!
শক্তি যখন হাত জুড়ে
রাখব তোদের পিছমুড়ে,
বন্দীশালায় দ্রোহের সুর
পৌঁছবে কি অনেকদূর?
হচ্ছে সবার 'খুব বিকাশ',
যতই ছড়াক দমন-ত্রাস!
আমার কথাই শেষ কথা-
কেমন করে ভুলিস তা?
বুলডোজারে অখণ্ডতা-
ঢাকবে বুঝি সব ব্যথা !