তুমি যদি থাকতে
আমার ঘরে রবির
আলোকচ্ছটা পড়তো।
তুমি যদি থাকতে
দ্বার কাকের কূকণ্ঠ
শোনা যেতো।
তুমি যদি থাকতে
দক্ষিণা বেলকুনিতে হিমেল
হাওয়া বইতো।
তুমি যদি থাকতে
এতো পরিশ্রমের পরেও
ক্লান্তি আসতো না।
তুমি যদি থাকতে
কৃষ্ণচূড়ার পাপড়ি গুলো বিবর্ণ
হতো না।
তুমি যদি থাকতে
পূর্ণিমার রাত গুলি অমাবশ্যার
মতো হতো না।
তুমি যদি থাকতে
দিনগুলি এতদ্রুত নিক্বনহীন
নিস্তব্ধ হয়ে যেতো না।