অনেক কিছু ভাবা যায়, চিন্তা করা যায়,
পরিকল্পনা বা সিদ্ধান্ত নেওয়া যায়,
বাস্তবায়ন করা যায় আবার যায় না।
যাওয়া আর না যাওয়ার মাঝামাঝি মানুষের জীবন।
মানুষ চায় কিন্তু করতে পারে না। চেষ্টা করে , কথা দেয় , চেষ্টা ফলে, কথা রাখে আবার রাখে না।
কথা রাখার মধ্যেও টান আছে, কথা না রাখার মাঝেও টান আছে। কথা না রাখার টান যখন আসে তখন জোর করে কথা রাখাও এক টান। এই টান যতটা প্রবল ততটা হালকা। জোর করে ধরে রাখতে রাখতে ক্লান্ত হয়ে ছেড়ে দেয়।
ছেড়ে দেওয়ার পরেই আবার আসে টান।