হৃদয় কুঠিরে প্রতিনিয়ত তোমার জন্য জন্মায় গুচ্ছ গুচ্ছ উষ্ণ চুম্বন। যাদের হাত নেই পা নেই চোখ নেই কিন্তু তারা বড় চঞ্চল।যতক্ষণ তারা প্রস্ফুটিত হতে পারে না ততক্ষণ হৃদয় ক্ষত বিক্ষত হতে থাকে । হৃদয়ের লাল রক্তে তারা স্নান করতে করতে সেখানেই তাদের মৃত্যু হয়। অসংখ্য অসংখ্য চুম্বন এর জন্ম মৃত্যু ঐ হৃদয়ে ঘটতে থাকে। ক্ষত বিক্ষত হৃদয়ে রক্ত জমাট বাঁধতে বাঁধতে পাথর হয়। তুমি কি পারবে সেই জমাট বাঁধা রক্তের পাথর ভেঙে আবার একটি উষ্ণ চুম্বন এর জন্ম দিতে ? তারা কি আবার আগের মতই চঞ্চল হবে না কি বিকলাঙ্গ হয়ে জন্মাবে , সৌন্দর্য থাকলেও হয়তো তাদের জীবনে থাকবে তীব্র দ্রোহের আগুন....!
কবিতাটি ২৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২১/০৯/২০২০, ১০:২১ মি: