পথ হেঁটে চলেছে
কখনো ধীরে
কখনো বা দ্রুত বেগে
কবে থেকে এই পথ
হাঁটা শুরু করেছে
তা কি কেউ জানে?
হাঁটতে হাঁটতে
পথ হারিয়ে যায়
আবার ফিরে পায়,
অবিরাম ছুটে চলে
আশ্চর্যের সন্ধ্যানে।
কোথায় যাচ্ছে পথ
কিসের সন্ধানে
কেনোই বা হাঁটছে
তা কি কেউ জানে?
কেনো এই পথ
ভালোবাসে ফুল
ভালোবাসে ঘৃণা
ভালোবাসে হাসি
ভালোবাসে কান্না
আবার কখনো
ঝরে পরে এই পথে?
হঠাৎ দেখা যায়
পথের সমাপ্তি নিকটে
এগিয়ে যায় পথ
যখন শেষ হবে
তখনই সৃষ্টি হয়
হাজার হাজার পথ।