তুমি কিছুই বুঝলে না
শ্রাবনের বৃষ্টিস্নাত মধ্যদুপুর
পূর্ণিমার চাঁদ
লাল গোলাপ
এসব এর অর্থ তুমি কিছুই বুঝলে না?
হৃদিমন্দিরের উন্মুক্ত প্রবেশদ্বারে
পরলো না তোমার পদচিহ্ন,
সুশোভিত বেদী রই শূন্য।
এর তুমি কিছুই বুঝলে না..........?
তুমি বুঝলে না
এই হৃদিমন্দিরের বেদিটা তোমার,
এই কৃষ্ণচূড়া, কদম, গোলাপ সবই তোমার।
হ্যাঁ ...!
এই কৃষ্ণচূড়া গাঁথিয়া দেব
তোমার ঐ মেঘরূপ কেশপাশে।
আর একগুচ্ছ কদম শোভিত রইবে
তোমার ঐ জালি লাউ ডগারূপ হাতে।
জ্যোৎস্না রাতে পূর্ণিমার চাঁদ কে নিয়ে এসে রাখবো তোমার চন্দ্রবদনের পাশে।
তখন বুঝিয়ে দেব, চাঁদের থেকেও তুমি কতটা সুন্দর !