তোমার সনে
সুনিপা চ্যাটার্জি

দিনের শেষে সূর্য বসেছে পাটে,
পশ্চিমাকাশ হলো  রক্তিম ।
জীবনের আরও একটা দিন হল সমাপন ।

কে জানে কাল আমি থাকবো  বা না থাকবো,
কত কথা হয়নি বলা, কত লেখা হয়েছে বাকি ।
কত অভিমান রয়েছে জমে  বুকে,  কত ক্ষোভ হল ফাঁকি ।
কত দুঃখের হলো না অবসান,
কত সুখের হলো না স্বতস্ফূর্ত  প্রকাশ ।
কত চোখের জল গেল বৃথা
রয়ে গেল শুধু সান্তনা আর আশ্বাস ।

আবার হবে সকাল, উঠবে সূর্য,
হবে উজ্জ্বল দিন মান ।
আবার হবে শুরু একটা নতুন দিনের
নিয়ে আশা ও অভিমান ।
যদি পরে আমায়, তোমার  মনে,
দেখবে তুমি,  আছি তোমার সনে ।
নাও যদি পার চিনতে, করিবে স্মরণ আমায়
তোমার হৃদয়ে মননে ।
পাবে তুমি আমাকে সব সময়
তোমার সনে ।
স মা প্ত