সময়
সুনিপা চট্টোপাধ্যায়
এই পৃথিবীতে সব থেকে
মূল্যবান হল সময় ।
যে পল যায়, তাহা কভু
আসে নাকো ফিরে ।
যে দিন গত হয় তার স্মৃতি
রয়ে যায় ইতিহাসের পাতায় ।
যে জন সময়ের মূল্যকে বোঝে
সফল হয় সে জন ধনে, জনে, জীবনে ,
করে সবাই তার সম্মান, জয়গান ।
যে জন সময়কে করে অবহেলা,
সময় ও তার সাথে করে হেলাফেলা ।
তার সকল কাজ রয়ে যায় অপূর্ণ,
ইচ্ছার মৃত্যু ঘটে মনের মধ্যে ।
পরিশেষে সে রয় সমাজের অগোচরে ।
অতএব সময়কে মূল্য দাও
সময় তোমাকে মূল্য দেবে ।
সময়কে সময় দাও
সময় তোমাকে সম্মান দেবো ।
সময়কে উপযোগ করো
সময় তোমাকে সুখ্যাতি দেবে ।
স মা প্ত