স্মৃতি
সুনিপা চ্যাটার্জি
স্মৃতি কখন দুঃখের, কখন আনন্দের ।
কখন হাসির, কখন কান্নার ।
কখন ব্যথার, কখন বেদনার ।
কখন চোখে আনে অশ্রুজল,
কখন মুখে ফোটায় হাসি ।
কখন মনে আনে ক্রোধ,
কখন হৃদয়ে আনে প্রেম ।
কখন ইতিহাসের পাতায়, অতীতকে দেখায়,
ভবিষ্যতকে করে চালনা ।
কখন মনের গভীর অন্ধকারে লুকিয়ে থাকে,
নিয়ে প্রস্তুরসম যন্ত্রনা ।
তাইতো আমরা ইতিহাস পড়ি,
জানি আমাদের অতীতকে ।
স্থির করি আমাদের ভবিষ্যতের কর্ম পন্থা
যাতে অতীতের ভুল দুবার না হয় ,
যাতে ভবিষ্যতে আমাদের মুখ থুবড়ে পড়তে না হয় ।
স্মৃতিকে ভুলে যায় যারা,
ইতিহাসকে অসম্মান করে তারা ।
ভবিষ্যতে হারায় সর্বস্ব ।
তারা দাঁড়াতে পারে না মুখোমুখি আগামীর সঙ্গে ।
তারা না ছিল স্মৃতিতে, না ছিল ইতিহাসে,
না থাকবে ভবিষ্যতে ।
স মা প্ত