শূন্য
সুনিপা চট্টোপাধ্যায়

শূন্য এই পৃথিবীতে একেলা আমি,
একেলা তুমি ।
জীবন শুরু হয় শূন্য থেকে
শেষ হয় শূন্যেতে মিশে গিয়ে ।
মাঝ খানের একটু অল্প সময়
থাকে আমাদের হাতে
সেটাও আমরা মান-অভিমান,
উঁচু-নিচু, ধনী-দরিদ্র, সাদা-কালোর
প্রভেদ  নিয়ে লড়াই করি
নিজেদের মধ্যে ।  
যখন আসে শূন্য থেকে ডাক,
তখন সব ফেলে আমরা চলে
যাই তার পিছু ।
রয়ে যায় আমাদের সৃষ্টি, কৃতি, আদর্শ,
সেগুলি পথ দেখাবে, আগামী প্রজন্মকে ।
মানবতার আদর্শ,  ধর্মের বানী,  
সততার  দৃঢ়তা
সবই হয় সুখে ।
যারা পথভ্রষ্ট, যারা মানবতাহীন,
তারা সত্যের পথে চলে না,
তাই তাদের পথ কণ্টকময় ।
  ইতিহাস কখনো তাদের
করেনি  ক্ষমা ।
স মা প্ত