শ্রাবনসন্ধ্যা
সুনিপা চ্যাটার্জী

  অবিরাম বর্ষণ চলেছে সকাল থেকে
কখনো হালকা, কখনো ভারী,  
কখনোও বা অতিভারী ।

একটা কাক তারের উপর বসে, ডানা শুকোচ্ছে,
অনেক ঘোরাঘুরি করেও,
আজ তার জোটেনি খাবার  ।

সূর্যদেব নিয়েছেন আজকে ছুটি
সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি
ঘরে বসে বন্দি, কোন কাজেই
আজ  আর  লাগে না মন,
কর্মনাশা দিন ।

জানলা দিয়ে তাকাই দূরে, আকাশ পানে,
কালো মেঘের কোলে, উড়ে যায় সাদা  এক পাল বক,
কালো মেঘের শামিয়ানা ,আজ ঢেকেছে পুরো পৃথিবীকে,
হয়তো এখনই উঠবে এক দুরন্ত  ঝড়,
উড়িয়ে নিয়ে যাবে যতসব পুরাতন, জীর্ণ আবর্জনা ।
উন্মুক্ত হবে নতুনের দ্বার  ।

কালকের সূর্য নিয়ে আসবে
নতুন আশা, নতুন ভরসা,
শোনাবে  নতুনের ডাক ।  

স মা প্ত