সমুদ্র সৈকতে
সুনিপা চ্যাটার্জি
বসে আছি সমুদ্রতীরে
একটার পর একটা ঢেউ এসে
পড়ছে কূলে, তার কোনটা ছোট
কোনটা বড়, কোনোটা মাঝারি ।
জীবনে আসা সুখ- দুঃখ,
হাসি- কান্নার মতই ঢেউগুলি,
ক্ষণস্থায়ী তবে দাগ কেটে যায় ।
জলরাশি, শুধু জলরাশি, অসীম জলরাশি
ওপারে আকাশের নীল সামিয়ানা,
সমুদ্রের মুখে দেয় চুম্বন
করে কোলাকুলি ।
এপারে বসে একা আমি ।
কত নদী মিশেছে এই সমুদ্রের বুকে,
সে করেনি কারো সাথে ভেদ ভাব,
দু হাত পেতে করেছে আলিঙ্গন সবাইকে ।
নিজের বুকে স্থান দিয়েছে
ছোট-বড় সব নদীকে,
মমতাময়ী মায়ের মত ।
নিজের বুক থেকে জল দিয়ে তৈরি করেছে
মেঘরাশি সেই মেঘ আবার করে পৃথিবীকে সিঞ্চন,
ধরিত্রী হয়ে ওঠে শস্য-শ্যামলা, সুজলা সুফলা ।