ফিরে আসা, ফিরে আশা
সুনিপা চ্যাটার্জি
এক বসে থাকি কখন তুমি
আসবে ফিরে এই আশায়,
কখন আবার মিলিব মোরা
দুজনায় এই আশায় ।
দিন কাটে আশায়, বুক বাঁধি আশায়,
তবু হয় না তোমার ফিরে আসা ।
প্রানে আশা, মনে আশা,
জীবনের মানে আশা,
বর্তমানে বাঁচার নাম আশা,
ভবিষ্যতের দিকে তাকানোতে আশা,
তবু হয় না তোমার ফিরে আসা ।
গ্রীষ্মে বর্ষার আশা, শরতে পুজোর আশা,
শীতে কমলার আশা , আর গরম কফির আশা,
তবু হয় না তোমার ফিরে আসা ।
হৃদয়ে প্রেমের আশা, শিক্ষান্তে চাকুরির আশা ,
কলিতে ফুলের আশা, অলির মধুর আশা,
তানপুরায় সুরের আশা, একতারায় ত্যাগের আশা,
তবু হয় না তোমার ফিরে আসা ।
নদীর সমুদ্রে আশা, বারির ধরিত্রীতে আশা,
মরুভূমির মরুদ্যানের আশা, অরণ্যে নির্জনতা আশা,
প্রেমীর প্রেমে আশা, ধনীর ধনে আশা,
বৃদ্ধ মায়ের পুত্রে আশা, স্ত্রীর স্বামীতে আশা,
তবু হয় না তোমার ফিরে আসা ।
স মা প্ত