নাইট ক্লাব
সুনিপা চ্যাটার্জি
উন্মুক্ত যৌবনের বহিঃপ্রকাশ
মধ্যরাতের মাদকতা
কেউ যায় টাকা ছড়াতে,
কেউ যায় টাকা কুড়োতে ।
একজনের চাহিদা আরেকজন মেটায়
সূরা, নারী, শয্যার ।
বর্ষকে বরণ করার নামে
হৈ-হুল্লোড় আর নগ্ন নাচ,
সেখানে আছে অপসংস্কৃতি,
নেই রুচি বোধের পরিচয়।
তবুও বর্ষ আসে, বর্ষ যায়,
দিন আসে, দিন যায়,
রয়ে যায় শুধু তীব্র কটু গন্ধ,
আর শ্বাসরোধকারী ধোঁয়ার কুণ্ডলী ।
এরা জানে না কতটা ক্ষতি করছে
নিজেদের, সমাজের, ও ভবিষ্যৎ প্রজন্মের ।
আজ সময় এসেছে,
এদেরকে ঘুম থেকে জাগাবার,
নেশা থেকে মুক্ত করার,
নিজেদের সংস্কৃতিকে জানার
ও আত্নসস্মানকে জাগিয়ে তোলার ।
তবেই এদের হাত ধরে জন্ম নেবে
সুস্থ-সবল মজবুত সমাজ,
যেখানে থাকবে না মানুষে মানুষে বিভেদ,
জাতপাত নিয়ে দলাদলি,
বর্ণ নিয়ে হানাহানি,
ধর্ম নিয়ে রক্তপাত ।
আমরা সেই নতুন সূর্যের
আশায় বসে দিন গুনি ।
স মা প্ত