নৈসর্গিক
সুনিপা চ্যাটার্জি

তুমি রাতের সে শোভা দেখেছ কি?
যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে,
নিশাচর প্রাণী বাসা থেকে বের হয়
আহারে সন্ধানে ।।

ভুত-প্রেত অশরীরী আত্মা
বের হয় নিজে উদ্দেশ্য সাধনে ।
অঘোরী তাপস শ্মশানে বসে
শব সাধনায় ।।

পশ্চিম আকাশে অর্ধ চন্দ্রের আলো
বাঁশ গাছের মাথাগুলো হেলে পড়ে,
দূরে কোথাও বন্য শিয়াল ডেকে ওঠে,
একটা-দুটো অতঃপর অনেক
তাহারা প্রহর জানিয়ে যায় ।।

চারিদিকে  শান্ত,  নিস্তব্ধ,  নিঝুম
মনে হয় ঘুমের পরী  
ঘুমের কাঠি দিয়ে পৃথিবীকে ঘুম পাড়িয়েছে,
আমি শুধু একা বসে আছি এই বারান্দায়
পরছে মনে তোমায় ।।

একটা ঠান্ডা বাতাস জানিয়ে যায়
তোমার উপস্থিতি,
যখন অসুখ করলে তুমি রাখতে
তোমার শীতল হাত আমার কপালে,
মাথায়, বুকে ও পিঠে ।।

আজ তুমি নেই,
পৃথিবীতে আমি একা নিঃসঙ্গ,
মনে হয় আমার প্রতি পল
এখন নৈসর্গিক ।।