নদী
সুনিপা চ্যাটার্জি

অনন্ত চলার নাম নদী,
আজীবন প্রবাহমানতার নাম নদী ।
নিজের সঙ্গে সকলের আবর্জনা,
বয়ে নিয়ে যাবার নাম নদী ।
নিজের জল দিয়ে পৃথিবীকে ,
শস্য-শ্যামলা করার নাম নদী ।
অপরের তৃষ্ণা মেটানোর  নাম নদী,
নিজের বুকে  জীবকে
আশ্রয় দেবার নাম নদী ।
বর্ষাকালে  দুই কুল
ছাপিয়ে যাবার নাম নদী ।
বন্যায় সমস্ত প্রানিকে
গৃহহীন করার নাম নদী ।
সংস্কৃতিকে ধরে রাখার নাম নদী ,
কৃষিকে উজ্জবিত  করার নাম নদী ।
কারখানাকে চালু রাখার নাম নদী ,
সংগীতের সুর-মূর্ছনায় নদী ।
কবি কবিতায় নদী ,
লেখকের উপন্যাসে নদী ।
সাহিত্যিকের কলমে নদী ,
বয়স্কদের প্রাতঃভ্রমণে নদী ।
রাজনৈতিক নেতার পকেটে নদী,
প্রকৃতি প্রেমীর আন্দোলনে নদী ।
প্রেমিক প্রেমিকার আলাপ চারিতায় নদী ।
সূর্যোদয়ে নদী ,সূর্যাস্তে নদী ।
জন্মে নদী,  মৃত্যুতে নদী ।
সুখে  নদী, দুঃখে  নদী ।
মানুষের সর্বকাজে , সর্বসময় নদী,
তবুও মানুষের অবহেলায়, অপমানে
আজও বয়ে চলেছে নদী ।
স মা প্ত