কভি আলবিদা না কাহে না
চন্দন চ্যাটার্জি
একবার ব্যর্থ বলে নিরাশ হয়ো না,
জীবনকে আরো একবার সুযোগ দাও,
হতে পারে কালকের নতুন সূর্য আনবে
তোমার জন্য অনেক খুশি,
নিজের শক্তির উপর ভরসা রাখো,
চিরতরে নিভে যাবার আগে, আরো একবার জ্বলে ওঠো ।
সমুদ্রের এপারে দাঁড়িয়ে থাকলে, ওপারে যাওয়া যায় না,
আকাশের দিকে তাকালে, চাঁদে পৌঁছানো যায় না,
পাখিকে রোজ দানা খাওয়ালে, নিজে ওড়ার স্বপ্ন পূরণ হয় না
নিজের দুর্বলতাকে অতিক্রম করে, কিছু পাবার উপযুক্ত করো,
নিজের শক্তির উপর ভরসা রাখো,
চিরতরে নিভে যাবার আগে, আরো একবার জ্বলে ওঠো ।
কোন কথা ভীত করেছে তোমাকে ?, কেন পিছু হটছো ?,
জগতে কি কেউ কখনো পরাস্ত হয়নি,
নিজের বাহুবলের শক্তিতে আরো একবার জেগে উঠো,
নিজের শক্তির উপর ভরসা রাখো,
চিরতরে নিভে যাবার আগে, আরো একবার জ্বলে ওঠো ।
এটা হতে পারে তোমার অনেক প্রচেষ্টা বিফলে গেছে,
এক এক টাকা করে সঞ্চয় করেছ,
আঁধি এসে সব লুটে নিয়ে গেছে,
কিন্তু এটা মনে রাখ, অন্ধকার গভীর হলেই
উঠবে দিবাকর।
প্রাণবায়ু যদি কণ্ঠে আসে, তবুও তোমার মধ্যে
আছে সেই উজাগর
তাহলে শেষ কেন, শুরু করো শেষ থেকেই,
নিজের শক্তির উপর ভরসা রাখো,
চিরতরে নিভে যাবার আগে, আরো একবার জ্বলে ওঠো ।
চিরতরে নিভে যাবার আগে, আরো একবার জ্বলে ওঠো । ।
স মা প্ত