জীবন যখন – যেমন
সুনিপা চ্যাটার্জি
মন হোক নদীর মত দীর্ঘ ও সরল
আকাশের মত বিশাল
সাগরের মত অতল।
জীবন হোক প্রজাপ্রতির মত রঙিন
ফুলের মত নির্মল
বায়ুর মত শুদ্ধ।
ধন হোক নির্ধনের সেবায় উৎসর্গীকৃত
ঈশ্বরের জন্য সমর্পিত
নিজের জন্য নির্লিপ্ত।
শরীর হোক দেশের জন্য স্মরণীয়
দুঃখীর জন্য প্রয়োজনীয়
পরিবারের জন্য পূরণীয় ।
বিদ্যা হোক তো দানীর মত দান কর
জ্ঞানীর মত কথা বল
বিচক্ষনের মত আলোচনা কর।
কর্ম হোক তো নিঃস্বার্থের মত কর
অনুগত এবং দায়িত্বশীল হয়ে কর
প্রতিদান অপ্রত্যাশা করে কর।
ধর্ম হোক তো একনিষ্ঠ ভাবে পালন কর
অধর্মকে দূরে রাখো
সহ ধর্মাবলম্বীদের সম্মান কর।
স মা প্ত