ঝরা পাতা

সুনিপা চট্টোপাধ্যায়


আমি ফাল্গুনের ঝরাপাতা
গ্রীষ্মের প্রস্ফুটিত,
বর্ষায় উজ্জীবিত,
শরতে আমোদিত,
ফাগুনে  অবহেলিত
তাই ঝরে  গেলাম ।

গ্রীষ্মে  অংকুর থেকে বের হই,
নিয়ে অনেক আশা ভরসা,
বর্ষায় সিঞ্চিত হই,
নিজেকে করে তুলি
মানব সেবার কাজে উপযুক্ত
ছোট-বড় যে কোন আকার
যে কোনো সময়, যে কোনো স্থানে ।

কখনো মাথায় ছাতা,
কখনো খাবারের পাত্র,
কখনো আবার নিজেকে
করে তুলি উপাদেয় খাদ্য ।
টুপ টুপ করে পরে যখন জল
আমার হৃদয়  বেয়ে,
তা  দেখে  তোমরা করো কাব্য কবিতা ।

শরতে যখন পৃথিবীতে
মায়ের আগমন,
তোমাদের সঙ্গে আমিও হই
আমোদিত, প্রফুল্লিত, উদ্ভাসিত ।
ফাগুন  আসতে সবাই যাই ভুলে,
তাই আমি অপাংক্তেয়, অকিঞ্ছিন
বয়সের ভারে আর নিজেকে
বৃক্ষের সঙ্গে আঁকড়ে রাখতে পারি না
তাই ঝরে পড়ি সবার অগোচরে
হয়ে ঝরা পাতা  ।

স মা প্ত