এই পৃথিবী, এই চন্দ্র, এই সূর্য,
এই সাগর, এই নদী, বা এই মেঘপুঞ্জ,
এই অরন্য, এই পাহাড়, বা এই ভূমণ্ডল,
সবই তোমার দান ।
এই হাসি এই কান্না, এই বিরহ বেদন,
এই সুখ, এই শান্তি, বা এই দিবা নিশি জ্বলন,
এই ব্যথা, এই যন্ত্রণা, বা এই দহন প্রশমন ,
সবই তোমার দান ।
এই প্রেম, এই ভালোবাসা, এই ব্যকুলতা,
এই চাওয়া, এই পাওয়া, এই সন্তুষ্টি,
এই হ্রদয়, এই মন, বা এই কাতরতা,
সবই তোমার দান ।
এই শীত, এই গ্রীষ্ম, বা এই ঋতু পরিবর্তন,
এই, মেঘ, এই রৌদ্র, বা এই কাল বৈশাখী
এই অনাবৃষ্টি, এই অতিবৃষ্টি, বা এই প্লাবন,
সবই তোমার দান ।
এই যুদ্ধ বিগ্রহ, এই শান্তি, এই হিংসা মারামারি,
এই অত্যচার, এই অনাচার, বা এই শান্তির বানী ,
এই সবই তোমার দান ।
হে ঈশ্বর, তুমি আছ প্রতি কোনায়, প্রতি প্রানে, সর্ব জনে,
তুমি আছ, প্রতি অনুতে, পরমানুতে সর্ব ব্যাপী,
তুমি আছ, প্রতি পলে, প্রতি ক্ষণে সর্ব খানে ।
বরষাও তোমার অমৃত বানী ।
স মা প্ত