হিমালয়
সুনিপা চ্যাটার্জি
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে
ঐ দিগন্ত ব্রিস্তিত প্রস্তর রাশি,
কত যুগ কত কাল অতিবাহিত হয়ে গেছে
কত ঝড় ঝঞ্ঝা বয়ে গেছে ওর ওপর দিয়ে,
তবুও আজ ও মাথা তুলে দাঁড়িয়ে ।
কত ঘটনার সাক্ষী ও, কত দুর্ঘটনার কারণ
তবুও নির্বিকার , কত কথা আছে জমে
তার বুকে প্রস্তর সম হয়ে ।
তার এক একটি পাথর চিৎকার
করে বলতে চায় কত কথা,
সুখ দুঃখ, হাসি কান্না, নিরব বেদনা ।
কান পেতে শোনো, তুমিও পাবে শুনতে,
তার অব্যক্ত কথা, অশ্রুত বেদনা,
অলিখিত সত্য কাহিনী ।
কথার মালা দিয়ে সাজালে
হয়ে যাবে কয়েকটি মহাকাব্য ।
এত সব শুনে, দেখে, সহ্য করে
আজ ও সে মাথা তুলে দাঁড়িয়ে আছে,
হয়ে নির্বিকার, নির্বিকল্প, নিঃশব্দে হিমালয় ।