ছোট ছোট
সুনিপা চট্টোপাধ্যায়
ছোট ছোট পদক্ষেপ জীবনে চলতে শেখায়,
ছোট ছোট হোঁচট খাওয়া জীবনকে বাঁচতে শেখায় ।
ছোট ছোট প্রেম জীবনে ভালোবাসা বাড়ায়,
ছোট ছোট আলিঙ্গন জীবনে অনুরাগ বাড়ায় ।
ছোট ছোট ব্যথা জীবনে যন্ত্রণা বাড়ায়,
ছোট ছোট ভুল জীবনকে বুঝতে শেখায় ।
ছোট ছোট অভিযোগ জীবনে হিংসা বাড়ায়,
ছোট ছোট পরশ্রীকাতরতা জীবনকে অশান্ত করায় ।
ছোট ছোট কথা জীবনকে নিয়ে গল্প বানায় ,
ছোট ছোট না বলা কথা জীবনে ভুল বোঝাবুঝি বাড়ায় ।
ছোট ছোট শিক্ষা জীবনে জ্ঞান বাড়ায়,
ছোট ছোট অজ্ঞতা জীবনে কুসংস্কার বাড়ায়,
ছোট ছোট চেতনা জীবনকে সজাগ করায়,
ছোট ছোট ব্যর্থতা জীবনে মানুষ চিনতে শেখায় ।
ছোট ছোট চাহিদা জীবনে আকাঙ্ক্ষা বাড়ায়,
ছোট ছোট অহংকার জীবনে অভিমান বাড়ায় ।
ছোট ছোট দূরত্ব জীবনে আপনকে কাছে টানায়,
ছোট ছোট সময়ের ব্যবধান আপন-পরকে চেনায় ।
ছোট ছোট পাওয়া জীবনে খুশি আনায়,
ছোট ছোট ত্যাগ জীবনকে পরিপূর্ণ করায় ।
ছোট ছোট উত্তেজনা জীবনকে অশান্ত করায়,
ছোট ছোট ক্রোধ জীবনে জিঘাংসা আনায় ।
ছোট ছোট সাফল্য জীবনকে উচ্চতার শিখরে পাঠায়,
ছোট ছোট বর্ষবিদায় জীবনকে মৃত্যুর মুখে দাঁড় করায় ।
স মা প্ত