ভালো মন্দ
সুনিপা চ্যাটার্জি
আলো বলে অন্ধকারকে, তুমি বড় কালো,
অন্ধকার বলে আমি আছি, তাই তুমি ভালো ।
ন্যায় বলে অন্যায়কে, তোর এবার মরণ ভালো,
অন্যায় বলে আমি আছি, তাই তুমি জগতের আলো ।
সূর্য বলে চাঁদকে, তোর কিরন না লাগে মানুষের কাজে,
চাঁদ বলে আমি থাকি রাত্রিতে, দিনে তাই সবাই তোমায় খোঁজে ।
চাঁদ বলে জোনাকিকে, বড় ম্লান তোর আলো,
জোনাকি বলে আমি আছি, তাই তোমায় লাগে ভালো ।
মন বলে হ্রদয়কে, তুমি বড় বেইমান,
হ্রদয় বলে আমি আছি, তাই তুমি সর্বশক্তিমান ।
সরস্বতী বলে লক্ষ্মীকে , তুমি চঞ্চলা বড়,
লক্ষ্মী বলে আমি আছি, তাই তোমার কদর সর্বত্র ।
দিন বলে রাত্রিকে, তোর আর না থাকাই ভালো,
রাত্রি বলে আমি আছি, তাই তোর পৃথিবীতে আসা হল ।
মূর্তি বলে ভগবানকে, আমি আছি তোমার এবার যাওয়াই ভালো,
ভগবান আমি আছি সর্বত্র, সর্বব্যাপী তাই তোমার পূজা হল ।
স মা প্ত