আয়না
                         সুনিপা চ্যাটার্জি

যদি নিজের মুখের সামনে ধরো আয়না
দেখাবে তোমার নিজের প্রতিচ্ছবি ।
যদি নিজের হৃদয়ের সামনে ধরো আয়না,
দেখবে তোমার মনের প্রতিচ্ছবি ।
যদি নিজের চোখের উপর ধরো আয়না
দেখবে তোমার দূরদৃষ্টির প্রতিচ্ছবি ।

মন, চোখ দিয়ে দেখে ,
কান দিয়ে শোনে,
  জিভ দিয়ে বলে ।

মনের প্রতিচ্ছবি  হল তোমার আসল চেহারা ,
চোখ, কান, নাখ, জিব হল মনের  বহিঃপ্রকাশ ।
আয়না মিথ্যে বলতে জানে না ,
দেখায় সঠিক ছবি তোমার, আমার, সবার ।

মন কাঁদলে চোখ অশ্রু সংবরণ করতে পারে
কিন্তু আয়না পারে না ।
অন্যায় দেখলে মন  চিৎকার করে ওঠে,
জিব অনেক সময় সংযত হয়,
কিন্তু আয়না হয় না  ।
অসত্য শুনলে মন বিদ্রোহ করে,  
হৃদয় বলে বন্ধ  করো কান,
আয়না তা হতে দিতে চায় না  ।

যদি এমন হতো আবিষ্কার,
আয়না মানুষের মুখ নয়,
মনের ছবি দেখায়,
পারতে কি তুমি দেখতে সেই আয়না ।
খুলে পড়তো তোমার মুখোশ,
উন্মুক্ত হতো তোমার ভেতরের
কঠিন কদর্য কুৎসিত রূপ ।
তুমি পারতে কি সইতে নিজেকে,
তুমি মানতে পারতে কি তোমার  অবস্থানকে
পরিবারের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি ।

ধিক, ধিক্কার, ভাগ্য ভাল
হয়নি এখনও আবিস্কার ,
এমন আয়না যে মুখের নয়,
মনের ছবি তুলে ধরে ।

স মা প্ত