আমি ও আমার চেহারা
সুনিপা চ্যাটার্জী
আমার সঙ্গে আমার নিজের কি সম্পর্ক
সেটাই ভুলে গেছি আজ ,
জীবনে এত আয়না দেখেছি যে
আমার আসল চেহারাটাই আর মনে পড়ে না ।
মনের সঙ্গে মস্তিষ্কের চলে নিরন্তর যুদ্ধ,
চোখ মনের আয়না দিয়ে দেখে,
মস্তিষ্কের শাসনে তা বন্ধ হয়,
জীবনে এতো গোলাপ দেখেছি যে
গোলাপি রংটাই আর মনে পড়ে না ।
আজ তো এটাও মনে নেই
মন ও মস্তিষ্কের মধ্যে দূরত্ব কত ,
যখন ওর কথা মনে হয়
তখন নিজের কথাই আর মনে পড়ে না ।
তৃষ্ণার্ত ধরিত্রীর বুকে ঝরে পড়ার জন্য
বোধহয় আমার বারিধারার প্রয়োজন নেই তো কি হলো ,
আমি হলাম সেই মেঘের খন্ড,
যাকে সমুদ্রের কখনো মনে পড়ে না ।
দুনিয়া কি বলে তাতে আমার কিছু আসে যায় না
আমি রবো আমারি মতো ,
যখন ওর বাড়ির কথা মনে পরে
তখন নিজের ঘরের রাস্তা ভুলে যাই ।
জীবনে এত আয়না দেখেছি যে
আমার আসল চেহারাটাই আর মনে পড়ে না ।
স মা প্ত