আজ কিছু অন্য রকম লিখি

শ্রাবন সন্ধ্যায় বাহিরে বরসন ,
মনেতে বরিষণ,  অলস দিন যাপন,
মনে হল কিছু লিখি,
  আজ কাল তো সবাই লেখে ।
  কিন্তু কি লিখব, সবই তো লেখা  হয়ে গেছে ।
হটাৎ মনে হল আজ কিছু অন্য রকম লিখি ।
কেউ  তো লেখে অর্দ্ধেক সত্যি,
কেউ বা লেখে পুরো মিথ্যে,
চল আজ কিছু অন্য রকম লিখি ।

আজ লিখি চাঁদ কে বিশ্বাসঘাতিনী ,
প্রেয়সী  তো সবাই লেখে ।
প্রখর রৌদ্রে রবি কিরনের
তেজকে নিয়ে কে লেখে,
পৌষের পিঠেপুলি ও রোদ
পোহানোর কথা তো সবাই লেখে ।
চল আজ কিছু অন্য রকম লিখি ।

রাম সীতার প্রেম কাহিনী  কি লিখব একবার,
বনবাস ও অগ্নিপরীক্ষা  তো জানা সবার ।
  রুক্কিনী ও অয়নের (শ্রী রাধার স্বামী )
মনে কি ব্যাথা লুকানো আছে,
কেউ কি জানে ?
  যখন লক্ষ লক্ষ বছর ধরে
কৃষ্ণকে রাধার সঙ্গে মানে ।
চল আজ কিছু অন্য রকম লিখি ।

আবার মনে হল কাগজ খালি রাখি,
আর বানাই এক শান্তির পতাকা,
দেশপ্রেমের কথা  তো ইন্সট্রাগ্রাম
থেকে খবরের কাগজে সবার লেখা ।
এছাড়াও আমাকে লিখতে হবে
দেশের প্ৰকৃত হালতনামা,
কেন না সরকারের ব্যর্থতার
কথা তো সবার জানা ।
চল আজ কিছু অন্য রকম লিখি ।

স মা প্ত