ভাবনাগুলো উড়ছে শুধুই ধুলোর মত ,
বাঁধছে না জোট চেষ্টা আমি করিই যত ।
ইচ্ছা তো হয় একটা ঘন মেঘ বানাই ,
বাষ্প পেলেও জমাট বাঁধার সাধ্য তো নাই ।
তাকিয়ে দেখি শুষ্ক মরু বৃষ্টিকে চায় ,
বৃষ্টি তবু অভিমানে মুখ ফিরায় ।
ভাবনাগুলো কষ্টে আছে পৃথক থেকে,
কৃষ্ণ যেমন আয়ান ঘরে রাধায় রাখে ।
তোমার কথাই আটকে আছে কণ্ঠদেশে,
জট পাকালেই বের হবে যে এক নিমেশে ।
তোমায় ভাবি , ভাবনাগুলো ইতস্ততঃ,
জুড়তে তো চাই রসদ যোগাই সাধ্যমত।
পায়ের ছোঁয়ায় ত্রেতা যুগে পাথর জাগে ,
ভাবনা আমার তোমার দিঠির ভিক্ষা মাগে।
ভগীরথের মত আমি গঙ্গাকে চাই ,
কঠিন কঠোর তপস্যাতে আপত্তি নাই ।
তুমি আর এই ভাবনা হল দুইটি পাখি ,
একটি বনে একটিকে তো খাঁচায় রাখি ।
সারা জীবন চলবে আমার 'ভাবনা জোড়া',
বাঁচব না যে একটি দিনও তোমায় ছাড়া ।