কুলুঙ্গিতে সযত্নে রাখা তোমার নির্মোক
সত্য তুমিটা তাই বড্ড খোলামেলা ,
আশ্লিস্ট হয়েই দেখি ফাল্গুনে অশোক,
কখনও ফুরাবে না জানি সেই মেয়েবেলা ।
বেড়ির বাঁধনে বাঁধা প্রতি পদক্ষেপে
রাধা তো ভুলেই গেছে লক্ষী প্রতিরূপ ,
রিরংসার মৃত্যু হলো কার অভিশাপে
দু-হাত বাড়ানো প্রেম একদা নিশ্চুপ ।
রত্নের আকর পাবে পয়োস্বিনী নাম,
পৃথিবীর ধুলো মাখে স্বর্গ পারিজাত
খণ্ডাবে ঋষির শাপ ফুরালে এ যাম,
পাষান অহল্যা হবে এড়িয়ে সংঘাত ।
রাজকোষে ম্লানিমা মাখা পুরানো সম্পদ
প্রকৃতির স্পর্শ লাভে উদ্যত আকুল,
তোমার গভীরে যেতে বড়ই আহ্লাদ
আনন্দ প্লাবন হোক ছাড়িয়ে দুকূল ।