তোমার আসন রাখিনি তো পেতে কখনও
বারি নি কো ভাত কানা উঁচু সানকিতে ,
তবুও তোমার অনাহুত আগমন
বুকেতে পুলক লোকের আড়ালে নিভৃতে ।
প্রাণ চেয়েছিল লক্ষ্য মানিক জ্বালাতে
রসদ মেপেছি ভিখারীর ঝুলি ঝেড়ে ,
আলো তো জ্বলেনি অন্ধতা গেছে বেড়ে
বিষ মাখিয়েছি নিজের তৈরি শলাতে ।
জীবনকে খুঁজি জীবন শ্রদ্ধা করে
ভালোবাসাটা তো আয়োজন দেখে নয় ,
নিঃস্ব এ আমি মনের চাওয়াতে রাজা
তোমাকে চেয়েছি কাজেতে ও অবসরে ।
মনের বিচারে তুমি আছ কিবা নাই
ইন্দ্রিয়গত থাকাটা কেবল জীবেতে ,
তোমাকে রেখেছি বড় সাদা ক্যানভাসে
মনের তুলিতে তোমাকে ফোটাতে চাই ।