ছুঁয়ে দেখি নি তো তোমার আঙুল দুটি
অদ্ভূত এক পেলবতায় মোড়া ,
বিচরণ করে দীর্ঘ এ বনভূমি
চোখে পড়ে নাই হরিণের চোখ জোড়া ।
কতদিন শুধু পার হয়ে গেছি নদী
কুলুকুলু ধ্বনি শুনি নাই মন দিয়ে
লক্ষ টাকার রত্ন রেখেছি ফেলে
খেলা করে গেছি পড়ে থাকা নুড়ি নিয়ে ।
তোমাকে দেখেছি আলো জেগে ওঠা ভোরে
কখনো হয়তো অন্ধ তমিশ্রায় ,
আঙুল দুটিতে অদ্ভুত ভালোলাগা
ভাবি নি কখনো স্বর্গকে পাওয়া যায় ।
খুব কাছে থাকা আকাশের মত হয়ে
তবুও মেঘেরা অনেকটা নীচে ঘোরে ,
জানাই হয়না কখন শীতল হয়ে
বৃষ্টির বেশে পৃথিবীর বুকে ঝরে ।
অতি সহজেই 'ভালোবাসি' কথা বলা
ভালোবাসা মানে কতটুকু বুঝে রাখা ,
দিন চলে যায় খালবিল সেঁচে সেঁচে
ভালোবাসাটা তো পড়ে থাকে ছায়া ঢাকা ।
আঙুল দুটিতে ঋষির সিদ্ধি জেনো
অনেক যুগের সাধনার ফল মেলে ,
যে রত্নহার বালি ঢাকা পড়ে থাকে
কচিৎ কখনো পথিকের হাতে খেলে ।
তোমাকে পেয়েছি বুকের শোণিতে মিশে
অদৃশ্য কোনো বীণার তারেতে বাঁধা ,
এ জীবন যাবে -- হয়তো অন্য জীবন
এ পান্থ জনের অবিরত সুর সাধা ।