এই সময়টা তোমার জন্য জানি ,
এই সময়টা তোমারই সে কথা মানি , - - -
তবুও সময় সময়েরই কথা মানে
তোমার সময় হারায় যে কোনখানে !
সঠিক সময় সঠিক হয় না কভু
সময় না দিয়ে সময় যে নিভু নিভু
আমি তাই ফিরি সময় ভিক্ষা করে
সময় ফেরায় সময়ের দোরে দোরে।
সময় কেমন স্বাধীন মুক্ত সাধক
সময়ে বন্দী সময়ের ইহলোক ।
তোমার জন্য সময় খুঁজে মরি
সময়ের মোহে সময়কে শুধু ছাড়ি ।
সময় চলেছে শ্রোতস্বিনীর মতো
সময়কে পেতে সময় যে হবে গত ।