সাদায় কালোয় দ্বন্দ্ব কোথায় !
কালোই তো সব রাজ্যে ,
যমের রূপে ফুট তেলেতে
মাছের মত ভাজছে ।

কালো মেঘে বৃষ্টি ঝরে
আঁধার রাতে ঘুম,
নীতির দেশে কালোয় শুধু
মহা-চুরির ধুম ।

কালো চুলের অভাব বোধে
কলপ মাথায় মাখি,
আর আজব কালোয় জায়গা খুঁজি
বস্তা কোথায় রাখি ।

শেখাই সাদা ইস্কুলেতে ?
ফল তো বেরোয় কালো ,
অর্ধ-শিক্ষা বিলাই আধেক
আমার কি আর গেল?

বাজিকর তো বাজি দেখায়
সাদায় করে কালো ,
এমন বাজি কে দেখাবে
সব সাদায় হবে আলো ?

মানুষরূপী জন্তু গুলো
মেষের মত অন্ধ,
ভোগের সুরায় নাকটি ডুবায়
দ্বার বাতায়ন বন্ধ ।

পাখ পাখালি গাছকে দেখি
সাদায় তারা শুদ্ধ ,
বোকা মানুষ অহং বোধে
নিত্য দিনই ক্রুদ্ধ ।

ছিল সাদা গায়ের আইন দিদির
কালোয় চোখটি বাঁধা ,
এখন তিনি কালোয় মাখা
কোথায় গেল সাদা ?

যাক সে কথা ,আলো ফিরুক
ঘুচুক খারাপ কালো,
সূর্য চন্দ্র ওঠে যখন
বিশ্ব হবেই ভালো ।