একবার আমার হাত ধরো,
একবার আমায় অন্ধকার থেকে তোল,
প্রমিথিউস একবার আমার সাথে
ওই পাহাড়ের চূড়ায় ওঠো -
একবার একটা দাবানল দেখি ।

একটা খান্ডব একটা ময়-কে
একটা অজ্ঞাতবাস একটা কুরুক্ষেত্রকে
পেয়েছিল অনায়াসে....
আমাকে একটা দহন দাও
অথবা পোড়াও নিঃশেষে ।

জুপিটার-কে তুমি
থোড়াই করেছিলে একদিন ,
অত্যাচারের পেষণে শরীর মরলেও
ভাবনা বেঁচে ছিল অনায়াসে ।
আজ সেই পেষক-ই জেগে
চতুর্দিকে আমার,
তবুও বৃদ্ধাঙ্গুষ্ট উদ্ধত আকাশে ।
অপরাজেয় মন্ত্র আমার কণ্ঠে
তোমার দেখানো স্বপ্ন আমার চোখে ,
দোহাই , আমাকে হতে দাও তোমার প্রতিচ্ছবি ।

প্রমিথিউস , একবার আমার হাত ধরো
একবার পোড়াতে দাও সমস্ত জঞ্জাল ,
একবার সভ্যতার মূলে ফিরতে দাও ,
ধুয়ে মুছে শুরু করি নতুন সভ্যতা ।

তোমার চৌরযের ধনে পৃথিবীতে বিপ্লব এসেছিল একদিন....
আজও একটা শিখা দাও
বিপ্লব নয় , সৃষ্টি নয় ধ্বংসের কারণে।

একবার আমার হাতটা ধরো
জঘন্যতার কর্দম থেকে মুক্ত কর ,
একবার তোমার হাতে ধরা
আলোকবর্তিকা-র উপর চোখ রাখি,
একবার তোমায় দেখি
পৃথিবীর প্রথম অগ্নি সংবাহক ,
একবার আমায় মুক্ত কর
একবার অন্তত একবার আনন্দে ভাসি ।


( প্রমিথিউস পৃথিবীতে প্রথম আগুন নিয়ে এসেছিল স্বর্গ থেকে চুরি করে , দেবতা জুপিটার এর কাছে চরম শাস্তি পেয়ে মুখে স্বীকার করেছিল তার অপরাধ , কিন্তু সে প্রথম বিপ্লবী অন্তরে তার মাথা নত হয় নি । সেই পৌরাণিক কাহিনীর অন্তরের নির্যাস এই কবিতায় )