প্রকৃতি এখনও ব্যবহার বিধি মানে
প্রকাশ করাই জীবনের ধ্যান জ্ঞান,
শিবের ত্রিশুল পলাশে শিমুলে ঢাকা
প্রকাশ করাতে উন্নত সম্মান ।
বস্ত্রখণ্ডে কালকেতু মুখ ঢাকে
অ-সভ্যতার মানে খোঁজা বড় দায়,
বেলী করবীতে নারায়ণ বৈরাগী
স্থূল বস্তুও সবাই দেখাতে চায় ।
প্রেমে পড়াটা তো প্রসাধনী সম্মত
বজ্র কণ্ঠে ধ্বনিত সে নির্ঘোষ,
এই দেখো প্রেম,এই হল ভালোবাসা
গুটি গুটি চলা , সেটাই তো বড় দোষ ।
ময় দানবটা নগরী সাজায় দেখ
যার চাতুর্যে কৌরবও কুপোকাত,
ড্রেসিং টেবিলে প্যারিসের সৌরভ
দাবার চালেতে শুচি-রাজা হল মাত ।
তোমার প্রেমটা কাগজে কলমে লেখা
গোবি অথবা সে সাহারার মরুভূমি ,
ত্যাগের বাসনা প্রেমের মন্ত্র হলেও
নার্সিসাসটা তোমাকে গিয়েছে চুমি ।
সাইরেন দল দিকে দিকে ডেকে ফেরে
অদ্ভূত গান সাজানো গোছানো তাকে ,
কান খুলে রাখা মাঝি-মাল্লার দল
অদৃশ্য টানে সেই পথে যেতে থাকে ।
তোমার আমার 'প্রকাশটা' বড় দায়
'প্রকাশ' হোক না নতুন ভোরের মত ,
পাখির ডাকেতে ভালবাসা মাখামাখি
সেই ভালবাসা জুড়ে দিক সব ক্ষত ।