ক্ষয়ে গেছে শুধু পাথরের উঁচু মাথা ,
জল আর রোদে যুগ যুগান্ত ধরে ,
তোমাতেও কত অশ্রু ঢেলেছি আমি
কত দ্বেষের আগুনে পুড়িয়েছি মনভূমি
তুমি তবু কই আস নাই অভিসারে !
কুঞ্জ সাজিয়ে রাত কেটে গেছে একা
বড় কালপেঁচা একসাথে জেগে ছিল ,
মেঠো ইঁদুরেরা গর্তলগ্ন হয়ে
ভয়ে ভয়ে শুধু রাতকে বিদায় দিল ।
সগর রাজার বংশ বাঁচাতে হবে
ভগীরথ তাই প্রাণ পণ করেছিল ,
যে জলধারায় এ মন শান্ত হবে
কেন শুধু শুধু মহাদেব ধরে নিল ।
মলয় বাতাসে তোমাকে ছোঁয়াটা দায়
দূর থেকে শুধু তপ্ত হাওয়ার ধ্বনি ,
ভীরু মন ভাবে কাছে যাওয়াই কি সব
স্বপ্নতে শুনি তোমার ও কিংকিনি ।
সময় বয়েছে কমেনি তো আশ্লেষ
রাধা মরে গেছে বাঁশিটি এখনো জেগে ,
যমুনার তীর সারাদিন কিছু খোঁজে
মন বলে দেখো এই তো রয়েছি বেশ ।