বইছে নদী বাঁক ফিরব বলে
বাঁক ফেরা কি এতোই সহজ কথা
তবুও বাধা নিজের পলির ভারে
মুখ ফিরিয়ে অন্য মুখে চলে ।
নদী সে তো সাগর অভিমুখী
কিন্তু তার বাঁকের প্রতি টান
গতির পথও ক্রমশ শ্লথতর
দিক পাল্টে তবুও কত সুখী ।
যতই নীচে নামতে থাকে নদী
ততই কমে গতির আকুলতা
সাগরের ডাক কানের ভিতর ঘোরে
একটিবার মিলতে পারে যদি !
যখন সে পাহাড় চূড়ায় ছিল
তখন ছিল স্বর্গ কাছাকাছি
অবহেলায় সে লোভ পায়ে ঠেলে
বাঁকের ঘোরে সাগরে ধরা দিল ।
সময় অনেক হয়ত গেল ক্ষয়ে
ইচ্ছা অনেক মনেতে অবলীন
অনেক বাঁকই শস্য শ্যামল হল
এখন কেবল বইছে রয়ে সয়ে ।
যাক সে সাগর যাক সে পাহাড় ভূমি
সে তো নদী,এই তো তার চেনা
গতিটা তার হৃদয় জুরে থাক
সারা জীবন মাটির চরণ চুমি ।