মিছিল চলেছে ,
মুখগুলো খুবই চেনা
প্রতি মিছিলেই একই পথে হেঁটে চলা
ক্রমশ বৃদ্ধি উত্তরসূরী দেনা ।
সেই ঝান্ডাটা আজ আর কাঁধে নেই,
লাঠিটা কিন্তু বহুদিন আগে কেনা ।
পতাকার রং বদলে বদলে গেছে
কে জানে !
দাবিদাওয়াগুলো পূরণ হয়েছে কিনা ।
স্লোগান যত লম্বাই হোক জেনো
মুলকথাটিতো 'আমরাই হই সেরা'
অন্য দলের শুধু ভুল জড়ো করি
চিৎকারে বলি ভালো নয়,ভালো নয় বিরোধীরা ।
বছরের শেষে দিন বদলের হাওয়া
উল্টো মুখেতে সেই-ই লোকগুলো হাঁটে
দাবীদাওয়া গুলো একই অক্ষরে বলা
পাত পেড়ে বসে নয়া দলে খাওয়াদাওয়া ।
মুশকিলে শুধু হা-অন্ন লোকগুলো
ঝান্ডার বাজি বুঝতে বুঝতে সারা,
যে পথেই ছোটে গিয়ে দেখে ভোজ শেষ
পড়ে নেই কিছু হাড় আর কাঁটা ছাড়া ।
এমনই চলেছে 'আখের গোছানো' খেলা
লক্ষ্যটা শুধু এলোমেলো হয়ে গেছে
লুটের বোঝাটা পিঠে ফেলে দিশাহারা
নিজেকে শুধায় ' মানুষটা বেঁচে আছে ?'
ভ্রান্ত পথের গতিমুখ কবে ফেরে
স্বর্গের আলো কবে ধুয়ে দেবে সব
আমি ও বিরোধী কবে একই পথে হাঁটি
পৃথিবীকে দেখি , তারই হাতে 'সম্ভব' ।
মিছিল চলেছে ঝান্ডাটা কাঁধে নেই
দাবি দাওয়াগুলো পঞ্চভূতেতে লীন ,
মানুষটা শুধু মানুষেরই পাশে থাকে
স্লোগানে শুনি - আসছে সে শুভদিন ।