কুয়াশা ঢাকা পথটা তোমার আমার,
ভূত ভবিষৎ অল্প কিছু জানা ,
শুধুই হাঁটা শুধুই বর্তমান
চড়াই-কাকের জীবন তো একখানা ।
সরল সিধে চলায় বড় সুখ ,
আমরা শুধুই বাঁকা পথের খোঁজে ,
লোক দেখানো অট্টালিকা গড়ে,
জীবন কাটাই দিনমজুরের রোজে ।
আকাশ নদী বনের সবুজ পাতা
ডাকছে সুখের জীবন খুঁজে পেতে,
আমরা শুধুই অর্থ-কৃমি লোভী
জীবন হারাই লক্ষ্যে যেতে যেতে ।
ঝরা পাতার মায়াতে নাই গাছ
নতুন কলি বসন্ত গানে মাতে,
রিপুর আদেশ খুরের ওপর চলা,
পিছনে আছে প্রহরী কৃপান হাতে ।
কুয়াশা পথে ভাবনা কিসের এত
উরিয়ে ধুলো জীবন যোগ করা,
দৃশ্যমান নয় তো সকল কিছু
পাখির মত হোক না জীবন ধারা ।