বস্তু  শুধু বস্তু ধর্মে বাঁধা
মনই কেবল গঙ্গা ফড়িং সাজে ,
গাছের পাতা সবুজ নাই বা হল
মনটা তবু তারই উপর নাচে ।

হৃদয় মাঝে গভীর আশ্লেষ
রাজা খোঁজে অশ্বমেধের ঘোড়া,
তোমায় খুব নিবিড় করে পাওয়া
ইচ্ছা বাঁচুক হয়ে জগৎ জোড়া ।

নিয়ম শুধু নিয়ম রক্ষা করা
মন কি ছাই নিয়ম মেনে চলে ?
এই সে আকাশ মথন করে ফেরে
এই সে ভাসে অকুল সাগর জলে ।

'তোমাকে চাই '  ছোট্ট কথাখানি
ঘুরে বেড়ায় তোমারই শরীর জুড়ে ,
এন্ড্রোমিডা গ্যালাক্সিটাও  কাছে
তুমি আছ বোধ হয় তারও দূরে ।

বস্তু কেন বস্তু হয়েই থাকে ?
হৃদয় কেন মেশে না তার সাথে ?
তুমি কেবল প্রলুব্ধ এক মায়া
মনে মনে হাতটা রাখি হাতে ।