জগৎ ঘুরছে
উল্টো রথের চাকায় ,
ছুটছে বুলি
গুলির মত ফাঁকায় ।
ভোট চলেছে
গ্রাম গঞ্জ হেঁটে ,
মুখের কথা -
' বাঁচবে ভর্তি পেটে ' ।
আমরা যারা
বুদ্ধিজীবী লোক ,
আসলে গাধা ,
গায়েতে নির্মোক ,
অথবা শকট
গাধা বহনকারী
নেতা রুপী গাধা বইতে পারি ।
বৈদ্যুতিন-এ
বুদ্ধিদৃপ্ত কথার ফুলঝুরি ,
ন্যুব্জ শিরে
শুধুমাত্র গাধার ঠিকাদারী ।
ভোট টা কেন ?
এই কথাটা বুকের মধ্যে হানো !
কেন ভোট টা ?
সোনার ডিম্ব আটটা দশটা ?
ছাই জুটবে অথবা ভস্ম ,
দিনে দিনে তুমিই নিঃস্ব ,
মানুষ নিঃস্ব , দেশ নিঃস্ব ,
বিবেক নিঃস্ব , প্রগতি নিঃস্ব ,
যারা লুটবে তারাও নিঃস্ব - বোধের কাছে ।
আর কিছু কি বাকী আছে ?
দোহাই তাই ভোট দিও না ..... ।
কি হবে দিয়ে আঙুলে কালি ?
নাগরিকত্ব ?
ওই একটি বারই দেখাও খালি ।
ঝাঁটার আগে বিদায় করো
ওরা ছাড়াও বাঁচতে পারো
দেখিয়ে দাও , হাল ছেড়ো না ।
ঘেন্না করো
লাল গেরুয়া সবুজ রঙে
বাঁচো তোমার নিজের ঢঙে
হুররে বলে .....
তোমার সত্যি শক্তি আছে
সে আপনি চলে ।
তুমি যখন জন্মেছিলে
কোথায় নেতা ?
ছিল কাঁথা .....
তাই নিয়েই তো বড় হলে ।
সূর্য ওঠা নতুন ভোরে
শপথ করি...
জীবন আমার
যেন বাঁচার মত বাঁচতে পারি ।