ফসিল দেখেছো বুকেতে দুঃখ নিয়ে ?
দেখেছো নতুন অতি পুরাতন জেনে ?
সভ্য-তে শুধু আগামীর ঢাক বাজে . . .
এবারে পিছাও বড় পরাভব মেনে ।
যে তারার আলো এখনো আসেনি ধরায়
তার বুকে ভয় কোথা প্রণিপাত করে ,
রিপুদল সবে বিবস্ত্র হয়ে নাচে
ধরা সুন্দরী ঘোমটা খসায় জ্বরে !
সেই পৃথিবীটা ক্যানভাসে শুধু আঁকা
যেখানে আপন খেয়াল গিয়েছে খেলে,
গণধর্ষণে দীর্ন হয়েছে নারী
ধোঁয়া ঢাকা মুখে এখনো চোখটা মেলে ।
পাহাড়ী গডল স্রোতটাই শুধু চেনে
নেকড়ের কথা মাথার বাইরে ছাড়া ,
শস্পভূমিই শেষ কথাটুকু নয়
পাহাড়ের ঢাল , হঠাৎ বন্যা ধারা ।
ফসিল কিন্তু তোমার পূর্বপুরুষ
অশনি চিহ্নে তোমাকে পথ দেখায় ,
ছানিটা কেবল তোমার চোখের ব্যাধি
ফেরো একবার , পুরানো ছন্দটায় ।