যেমন করেই ভাব না কেন তুমি
সব ভাবাতেই শঙ্খ চিলের ডাক ,
সুদূর আকাশ পাড়ি দেওয়ার কথা
তখন তুমি বোলো না যেন থাক ।
যতটা চলি ততটা বেড়ীর বাধা
ভাবনা পথে অবাধ বিচরণ
সাতটা মন তেলের খরচ নাই
দেখ না কেন শুধুই নাচে রাধা ।
ফুল ফুটেছে অনেক দূরের বনে
গন্ধ যে তার নাকের পাশে ঘোরে
প্রেমে পাগল আমার মনের মৃগ
তোমায় পেয়ে জাপটে আছে ধরে ।
ভাবি না কেন দারুচিনির দ্বীপ
আমায় কেউ বিক্রি করে দিল
বনলতা-র দেখা পেলাম পথে
সেখানেই তো বাঁচার খবর ছিল ।
যুদ্ধ করে শত্রু ক্ষয় শুধু
যুদ্ধ মানে তোমার অহংকার
মনে মনেই লড়াই করে নাও
প্রেম মিশিয়ে জয়ের অঙ্গীকার ।
এই ভাবাতেই তোমায় শুধু পাই
রাম জেতে নাই স্বর্ণ হরিণ বধে
আমার শুধু ভেবেই অনেক সুখ
দিনের আলোয় রাত্রি এসে সাধে ।