সমুদ্র তো কুল ছাড়িয়ে দূরে ,
কলম্বাসের ডিঙ্গাই সম্বল ,
আবিস্কারের ইচ্ছে ছোট্ট দ্বীপ,
নির্গলিত শুধুই নোনাজল ।
বুকে সাহস, স্বল্প রসদ সাথে
স্বপ্নে জাগে নতুন বালুচর ,
চরৈবেতি মন্ত্র মনে গাঁথা
ইচ্ছে জোরে গলিত প্রস্তর ।
আকাশ জুড়ে মেঘের ঘনঘটা
আলসে হাওয়া দিকবিদিকে ছোটে ,
বজ্রনাদ নীরবতাই ভাঙে
মুসলধারা সমস্ত সুখ লোটে ।
জ্বলছে প্রদীপ , বাঁচিয়ে রাখো তাকে ,
তেলের যোগান নিজের কুক্ষিগত
আলোর কোনো জাতের বিচার নাই
ঘুচিয়ে চলে অন্ধকার যত ।
কলম্বাস তো জ্যা মুক্ত তীর
গাছের ফাঁকে পাখির চোখের উঁকি
সত্য চেনায় কেবল মাসুল গোনা
তবুও আমি সত্য নিয়েই থাকি ।