৭৫ এ মুক্তি মিলল ?
তোমার ? আমার ? অথবা
দড়ি বাঁধা সেই গরুটার ?
অথবা সেই বড় লোকটার ?
খুব অবাক লাগছে ?
বিস্ময়ে চোখ বড় বড় ?
মুক্তি যেন তিনখানা রঙ
কিংবা সেই-ই জাবর কাটা ইতিহাসের ,
অথবা এক পূজা-পার্বন
আনন্দ ঘন তরল রসে ।
৭৫ কি জ্যোতিষ সংখ্যা ?
ব্যবসা হবে অনেক অনেক ?
অথবা হবে জাঁকের সুনাম ?
ব্রিটিশ বিদায় প্রতীক মাত্র
আমরা কেবল প্রভু পাল্টাই ।
শিরদাঁড়াটা সে দিনও শক্ত ,
আজ তা কেমন জরাগ্রস্ত ।
নিজের ঘরের হেসেল সামলে
অন্যকে ভাত খাওয়ানো যায় ?
ভ্রান্তি তবু আমজনতায়
ভিক্ষাঝুলি বিশাল কায় ।
আমরা যারা অকাল বৃদ্ধ
৭৫ এর ফুল ছিটাই ,
মার খেয়ে মার হজম করার
গুপ্তবিদ্যা শিখিয়ে যাই ।
আশাটা বৃথা তবুও অমর
সত্যিকারের মুক্তি চাই ,
বেদান্তের এই ভারতবর্ষে
পারবে এ কাজ মনীষীরাই ।