তুমি কোন সুখ ভরণে দুঃখ এই করেছো বরণ
ভবার্ণবের যাত্রায় দিনরাত্রি কেন এ অশ্রুমোচন?
সুখের শোকে মর্ত্যলোকে, দেখো মরিয়া মানবকুল
পারিজাতের গন্ধে বিভোর, হেলায় পায়ে ঠেলে বকুল ।
সুখ যেন মরীচিকা, কল্পনায় দীপশিখার আলোড়ন
অনাগতকাল আর অতীতস্মৃতি জুড়ে করে বিচরণ ।
ভেবে হই দিশেহারা, কখন ঐ শুকতারা
দেখবো নয়ন মেলে, আনন্দে আত্মহারা !
কতো ভাবনা এমন, যেন আলোকস্ফুরন
আসবে সুখের তরী, মনে জাগাবে কাঁপন ।
অচকিত কেন এমন দাবী, সুখ সেতো অচিরজীবী!
বিষাদ এলে প্রাসাদ মখমলে, মধুর লাগে মাটির ঢিবী ।
রোদতলে সে ছায়াকানন, তবু ভরেনি চপল মন
দিন গড়ায় যত সুখ ছড়ায় তত স্মৃতি রোমন্থন ।
যে লক্ষ্যের খোঁজ করেছো তুমি রোজ, কেঁদেছ দিনরাত্রি
প্রতীক্ষিত ক্ষণ পাবে যখন, দেখবে সব অনুভবের ক্ষণযাত্রী ।