করি যদি সাধ, তুমি তাতে নেবে না তো অপরাধ ?
বুনি যদি স্বপ্ন মনে, অগোপনে অজস্র অগাধ !
শ্রুতঅগোচরে রক্তগোলাপের গীতল আলাপ
সাজায় যদি মৌন হৃদয়, কনকাঞ্জলির কলাপ ।
মুখচন্দ্রে ঘনিয়ে আঁধার, ছুড়ে দেবে কি তিরস্কার ?
চঞ্চল মন আর অসাড় অঙ্গে করি যদি অঙ্গীকার !
দোলিত মনলতাবিতানে লতায়িত কলতান
ভ্রমরকৃষ্ণ ভোরে বিভোর করে যদি নিশাবসান;
লাগে যদি মনোহর শশিকলার তরুকোটর
সন্ধ্যারাগের সমাহারে হৃদয়ভাবক সরোবর,
অনুরাগে হলে লোলিত, করবে কি তবে তাকে আহত ?
প্রেমশরাহত মন যদি হয় তোমার শরণাগত !
মনের বেদন করো নিবেদন, নির্জন বিলাসকুঞ্জ
ঘুচে যাক সব সংশয়ী রব, ভরুক মঞ্জরীপুঞ্জ ।
কোন্ মণিদীপহীন বাধায় সলিলী দ্বিধা ভরে ?
আছো তুমি নিরানন্দে, অযাচিত দ্বন্দ্বে সরে !
ভেঙ্গে দেই যদি সঙ্গিন ঐ কুব্জকণ্টক অন্তর বাঁধ
দেবে না তো অপবাদ, মুহ্যমান মনে করি যদি সাধ ?